অস্ট্রেলিয়ার কাছে চীনের সামরিক মহড়া
অস্ট্রেলিয়ার কাছে গোলাগুলির সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় এ মহড়ার কারণে ওই পথে চলাচলকারী উড়োজাহাজগুলোকে গতিপথ পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারেলস।
আরও পড়ুনঃ একশত বছর পর আরও এক ফেরাউনের সমাধি পাওয়া গেলো মিসরে
তাসমান সাগরে চীনের এ মহড়ায় অংশ নিতে উপস্থিত হয়েছে তিনটি নৌ জাহাজ, যা বিরল ঘটনা। নৌ জাহাজের এ উপস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো সাম্প্রতিক দিনগুলোতে সতর্কাবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়া এ মহড়াকে নজিরবিহীন না বললেও ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে।
চীনের নৌবাহিনী শুক্রবারই (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক জলসীমায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলে এ মহড়া শুরু করা হচ্ছে জানিয়ে নোটিশ দেয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়া।
সুত্রঃ রয়টার্স
>