কানাডার প্রথম বিশ্বকাপে অধিনায়ক সাদ বিন জাফর
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নিতে যাচ্ছে কানাডা। এরইমধ্যে অন্যান্য দেশের মতো আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে উত্তর আমেরিকার দেশটি।
ক্রিকেট ইতিহাসে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার বিন জাফরকে অধিনায়ক ঘোষণা করেছে কানাডা। দলটি বিশ্বকাপে নবীন হলেও স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার ত্রিশোর্ধ্ব বয়সের। ১৫ সদস্যের স্কোয়াডে মাত্র ৪ জন ক্রিকেটার আছেন, যাদের বয়স ৩০ এর কম।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে গ্রুপ-এ তে খেলবে কানাডা। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
কানাডার বিশ্বকাপ স্কোয়াড
>