কোপায় ব্রাজিলের প্রথম জয়

 

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ব্রাজিল।

প্রথমার্ধে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে ছিল। গোল করেন ভিনুসিয়াস জুনিয়র ২টি এবং সাবিনহো ও পাকেতা ১টি করে।

গোলে পিছিয়ে থাকলেও বল দখল এবং আক্রমণে ব্রাজিলের সঙ্গে প্রায় সমান তালে লড়েছে প্যারাগুয়ে।

পেলান্টিতে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েও, পাকেতা তা মিস করে দেন।

অবশেষে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।