ডিজেলে লিটারপ্রতি বাড়ল ৭৫ পয়সা, পেট্রোল-অকটেনে আড়াই টাকা

দেশের বাজারে ফের বাড়ল ডিজেল-কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম।  বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে করা স্বয়ংক্রিয় ফর্মুলায় এবার ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আর পেট্রোল ও অকটেনে আড়াই টাকা বাড়িয়ে লিটারপ্রতি যথাক্রমে ১২৭ টাকা ও ১৩১ টাকা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পরে রাতে জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়।

মূল্য সমন্বয়ের আগে ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ১০৭ টাকা, পেট্রোল ১২৪ টাকা এবং অকটেন ১২৮ টকা ৫০ পয়সা ছিল।

সমন্বয়কৃত এ মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জ্বালানি বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে  জানানো হয়।