ফসলি জমির মাটি কাটায় মামলা

মানিকগঞ্জের সিংগাইরে ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে আদালতে মামলা হয়েছে।

বিপ্লব হোসেন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালতে এই মামলাটি দায়ের করেন। শুনানী শেষে আদালত সিংগাইর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

সোমবার বাদী পক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের মৃত আনছার আলীর ছেলে। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে সফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, মামলার কপি এখনো হাতে পাইনি। পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।