সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

 

রাজধানীর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। তারা অভিযোগ করেন, সচিবালয়ে ‘আওয়ামী দোসরদের পুনর্বাসন’ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরের ঈদগাহ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাকির হোসাইন। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব রুবেল হোসাইন। উপস্থিত ছিলেন:

  • নাঈমুর রহমান (জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক)
  • আরাফ ভূঁইয়া (মুখ্য সংগঠক)
  • মো. অনিক (যুগ্ম সদস্যসচিব)
  • সাব্বির মজুমদার ও কাজী নাছির (যুগ্ম আহ্বায়ক)।

মোহাম্মদ সাকির হোসাইন বলেন,

  • “পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করতে হবে।”
  • “এই সচিবালয়েই অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের গুলি করে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন এর জন্য দায়ী।”

পাঁচ দিনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামী দোসরদের বিতাড়িত করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন,

  • “না হলে ছাত্র-জনতা মাঠে নেমে সচিবালয় ঘেরাও করবে এবং দ্বিতীয় বিপ্লব ঘটাবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সরব। তারা আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে আসছে। সচিবালয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ড তাদের বিক্ষোভকে আরও তীব্র করেছে।