সুদানে আরএসএফের হামলায় নিহত ৫৪
সুদানের ওমদুরমান শহরের একটি জনপ্রিয় বাজারে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সাবেরিন মার্কেটে আরএসএফের হামলায় কমপক্ষে ১৫৮ জন আহত হয়েছেন।
সংস্কৃতি মন্ত্রী এবং সরকারের মুখপাত্র খালিদ আল-আলেইসির এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, হতাহতের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
আরও পড়ুনঃ কানাডা-মেক্সিকোকে দেয়া হুমকি বাস্তবায়নের পথে ট্রাম্প
তিনি আরও বলেন, এই হামলায় “ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ব্যাপক ধ্বংসযজ্ঞ” ঘটেছে। তবে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
দুই বাহিনীর একীকরণকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। লক্ষ লক্ষ লোককে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছে। জনসংখ্যার অর্ধেক ক্ষুধার্ত অবস্থায় ডুবে গেছে।
>