১১ বলে ৩ শান্তর, যুক্তরাষ্ট্রের সঙ্গেও ধুঁকছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গেও টি-টোয়েন্টি ক্রিকেটে ধুঁকছে বাংলাদেশ। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা চরম ব্যর্থ। ৬৮ রানে ৪ উইকেট হারিয়েছে টাইগাররা।

প্রেইরি ভিউ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। লিটন দাসকে ফর্মে ফেরানোর চেষ্টায় ইনফর্ম তানজিদ হাসান তামিমকে বসিয়ে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষ পেয়েও ফর্মে ফিরতে পারলেন না লিটন। ১৫ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে।

লিটন ফেরার পর সৌম্য সরকারও বেশি দেরি করেননি। ১৩ বলে ৩ চারের সাহায্যে ২০ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ওপেনার।

অধিনায়ক শান্ত আরও একবার ব্যর্থ। ১১ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাকিব আল হাসান রানআউট হন ১২ বলে ৬ করে।