অপরাজিত ৪০৪ রান করে বাংলাদেশে ইতিহাস গড়লেন মুস্তাকিম

গুনে গুনে ৪০৪ রানের ইনিংস খেললেন মুস্তাকিম হাওলাদার। সেটিও আবার অপরাজিত থেকে। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এত রান এখন পর্যন্ত কেউই করতে পারেননি।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে এমন অবিশ্বাস্য রান করেছেন মুস্তাকিম। ৫০ ওভার সংস্করণের ম্যাচটিতে অপরাজিত ২৫৬ রান করেছেন মুস্তাকিমের সতীর্থ সোয়াদ পারভেজ। দুজনে মিলে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। আর দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৭৭০ রান। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে এই রান গড়ে মুস্তাকিম-সোয়াদরা জয় পেয়েছেন ৭৩৮ রানের।

ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে গতকাল সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এমন বিরল ঘটনার জন্ম দিয়েছেন মুস্তাকিমরা। ক্যামব্রিয়ানের এই শিক্ষার্থী ১৭০ বলের ইনিংসে ৫০টি চার ও ২২টি ছক্কা হাঁকিয়েছেন। ৪০৪ রানের রেকর্ডগড়া ইনিংস নিয়ে মুস্তাকিম হাওলাদার বলেছেন, ‘নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। উইকেটে যাওয়ার পরেই চেষ্টা করেছি ব্যাটের সঙ্গে বলের সংযোগটা ঠিকভাবে করতে। যখন দেখেছি ব্যাটে ভালো লাগছে, তখন মনে হয়েছে ভালো কিছু করতে পারব।’

আরও পড়ুনঃ বাংলাদেশের হয়ে খেলতে সিলেটে পৌঁছেছেন হামজা চৌধুরী

ব্যক্তিগত সংগ্রহের জন্য সতীর্থ সোয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘শেষ দিকে ওভার কম ছিল। সোয়াদ আমাকে স্ট্রাইক দিয়ে সাহায্য করেছে। আমরা ছোটবেলার বন্ধু, একসঙ্গে খেলে আসছি। এই ম্যাচে সে অনেক সাহায্য করেছে। চেষ্টা করেছি দুজনে মিলেই ইনিংস শেষ করতে।’

সোয়াদ পারভেজ ১২৪ বল থেকে ৩২টি চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৭৭১ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি। ক্যামব্রিয়ানের হয়ে বল হাতে হাসান হৃদয় ৬ ও সোয়াদ নেন ৪ উইকেট।

মাসুদুজ্জামান রাসেল