অপারেশন ডেভিল হান্টে ২০ দিনে গ্রেপ্তার ১১ হাজার ছাড়াল

দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটিই জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

আরও পড়ুনঃ ঢাকায় অপরাধ দমনে ৬৫টি চেকপোস্ট বসানো হয়েছে : ডিএমপি কমিশনার

এছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গত ৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাদের গ্রেপ্তারের পাশাপাশি যারা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

মাসুদুজ্জামান রাসেল