অভূতপূর্ব কাণ্ড! পকেটে মোবাইল নিয়ে ব্যাটিং, ভাইরাল সেই ক্রিকেটার

ক্রিকেট মাঠে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে, যা নিয়মের বাইরে হলেও দর্শকদের জন্য হয়ে ওঠে বিনোদনের খোরাক। ঠিক এমনই এক মজার ঘটনার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের অভিজ্ঞ পেসার টম বেইলি। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমে তিনি যা করলেন, তা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ঘরের মাঠে চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রানের বিশাল সংগ্রহ পায় ল্যাঙ্কাশায়ার। ১০ নম্বরে ব্যাট করতে নামেন ৩৪ বছর বয়সী বেইলি। ইনিংসের ১১৪তম ওভারে রান নিতে গিয়ে ঘটে যায় অদ্ভুত ঘটনা—পকেট থেকে পড়ে যায় মোবাইল ফোন!

আম্পায়ারের সামনেই বেইলির মোবাইল ফোনটি পড়ে যায় ফাইন লেগে শট খেলে দুই রান নেয়ার সময়। ধারাভাষ্যকাররা বিষয়টি চোখে পড়তেই মজা করে বলেন, ‘ওর পকেট থেকে কিছু একটা পড়েছে, সম্ভবত মোবাইল ফোন!’ এরপর আরও যোগ করেন, ‘আমরা হাসছি ঠিকই, তবে বিষয়টি কি রিপোর্ট করা হবে? খেলোয়াড় মোবাইল নিয়েই মাঠে!’

আরও পড়ুনঃ ইন্টারের ট্রেবল স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে এসি মিলান

শেষ পর্যন্ত ৩১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন বেইলি। তবে তার ব্যাটিং নয়, এই মোবাইল ফোন নিয়ে ব্যাটিং করাটাই বেশি আলোচনায়। অনেকেই সামাজিক মাধ্যমে মজা করে লিখেছেন, ‘সম্ভবত ল্যাঙ্কাশায়ারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বেইলি, তাই ফোন সঙ্গে নিয়েই নেমেছেন ব্যাট করতে!’

একজন সমর্থক মজা করে নির্বাসনের দাবি জানালেও, অন্য একজন স্মরণ করিয়ে দিয়েছেন—ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবি বোপারাও একবার ভুল করে পকেটে ফোন রেখেই মাঠে নেমেছিলেন।

রোজিনা