অসহযোগ আন্দোলনের প্রথম দিন সিলেট রণক্ষেত্র, অবস্থা থমথমে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেট থেকে বন্ধ রয়েছে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল। আন্তজেলা দুএকটি বাস চললেও যাত্রী সংখ্যা খুবই কম।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, সংঘাতের ভয়ে আজকে বেশিরভাগ চালক বাস নিয়ে রাস্তায় নামতে রাজি হননি। এছাড়া আজ যাত্রীও নেই।
নগরের জিন্দাবাজার এলাকার ব্লু ওয়াটার শপিং সিটির ব্যবস্থাপক মলয় দত্ত বলেন, কালকে এই এলাকায় মারামারি হয়েছে। আজকেও সংঘাতের আশংকা আছে। তাই মার্কেট বন্ধ রেখেছি। পরিস্থিতি শান্ত থাকলে বিকেলের দিকে খোলা হতে পারে।
অপরদিকে, আওয়ামী লীগও আজ ওয়ার্ডে ওয়ার্ডে শান্তি মিছিল কর্মসুচি ঘোষণা করেছে। ফলে সংঘাতের আশংকা করছেন অনেকে। এনিয়ে নাগরিকদের মধ্যে ভীতি রয়েছে। যদিও নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ন মোড়গুলোতে অবস্থান করছে পুলিশ।
>