আবার বাদ পড়লেন লিটন, টিকে থাকার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির দলে রাখা হয়নি ওপেনার লিটন দাসকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তানজিদ হাসানকে। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সে হিসেবে আজ সিরিজে টিকে থাকার লড়াই নাজমুল হোসেনের দলের। এ ম্যাচও হচ্ছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
লিটন ছাড়াও দলে আছে আরও একটি পরিবর্তন। অফ স্পিনার মেহেদী হাসানের জায়গায় দলে এসেছেন পেসার তানজিম হাসান। ফলে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামসহ তিন পেসার খেলাচ্ছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ১৫ বলে ১৪ রান করে জেসি সিংয়ের ভেতরের ঢোকা বলে এলবিডব্লু হন বেশ কিছুদিন ধরেই ফর্মের বাইরে থাকা লিটন। সর্বশেষ ৫ ইনিংসের কোনোটিতেই ১০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেননি এ ওপেনার। ওই ৫ ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও শেষ দুই ম্যাচে বাদ পড়েছিলেন তিনি।
তানজিদ অবশ্য রানের মধ্যেই আছেন। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও দুটি ফিফটি করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। সে সিরিজেই অভিষেক হয়েছিল তাঁর।