ঈদের ছুটিতে সিলেটে ৩২৮ নরমাল ডেলিভারি
ঈদে সরকারি হাসপাতালের অধিকাংশ চিকিৎসক থাকেন ছুটিতে। বিশেষ করে গ্রামাঞ্চলের গর্ভবতী নারীরা ডেলিভারি নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কিন্তু এবার নয় দিনের টানা ছুটিতে সিলেট বিভাগের ১৫০টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারা জানিয়েছেন এবার ঈদের ছুটিতে ৩২৮টি নরমাল ডেলিভারি করা হয়েছে। যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ওই সময়ে ১ হাজার ৩১৭ জন নারীকে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা দেয়া হয়েছে বলেও জানানো হয়। শনিবার (৫ এপ্রিল) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুনঃ সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা
গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটি শনিবার শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১৫০টি কেন্দ্রে ৩২৮ জন নারী নরমাল সন্তান প্রসব করেছেন।
এছাড়াও গর্ভকালীন সেবা ৭৩৯টি, প্রসবোত্তর সেবা ৪১৪টিসহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী ও সাধারণ রোগীকে সেবা দেয়া হয়েছে।
বিভাগীয় পরিবার কল্পনা অফিসের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ (অতিরিক্ত দায়িত্ব) জানিয়েছেন এবার ছুটি লম্বা ছিল। মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ছুটিতে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের ছুটিতে সেবা প্রদানও অব্যাহত রাখা হয়েছে। এবার নরমাল ডেলিভারি বেশি হয়েছে।
>