কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবী

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পাবলিক প্রসিকিউটর পদে যোগদানে অপারগতা জানিয়েছেন তিনি।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবী ও সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী। গত ২৭ আগস্ট তাকে এ পদে নিয়োগ দেয় সলিসিটর অফিস।

গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সমাজীকে মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সমাজী ২০০৭-২০০৯ মেয়াদে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মেয়াদে তিনি রাষ্ট্র/প্রসিকিউশনের প্রতিনিধিত্ব করেন এবং ফৌজদারি আদালতে সমস্ত মামলা পরিচালনা করেন।

এহসানুল হক সমাজী কিছু চাঞ্চল্যকর মামলাসহ অসংখ্য ফৌজদারি মামলা পরিচালনা করেছেন। তিনি একজন ক্রিমিনাল প্র্যাকটিশনার হিসাবে অনুশীলন করতে উৎসাহিত বোধ করেন। তিনি অনেক প্রতিষ্ঠিত কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির পার্ট-টাইম ফ্যাকাল্টি ছিলেনআইন,বিচার,মন্ত্রনালয়, পাবলিক, যোগদান,ব্যাক্তিগত, কারণ, সিনিয়র, আইনজীবী, পদ