কানাইঘাটের দনা সীমান্তে আটক হয়েছেন এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক

শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সীমান্ত থেকে আটক করা হয় বলে বিজিবি সূত্রে জানিয়েছে। বিজিবির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্ণেল আসাদুন নবী বলেন, ‘অবৈধভাবে ভারতে পালানোর সময় দনা সীমান্ত থেকে আমরা তাকে আটক করেছি। উনাকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। খুব শিগগিরই সংবাদমাধ্যমকে প্রেসনোট পাঠিয়ে জানানো হবে।’

কথোপকথন সূত্রে ধারণা পাওয়া যায়, শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পেরেছিলেন। সেখানে তিনি লুটপাটের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিজিবির হাতে আটক হওয়ার পর।

বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদের অপর একটি ভিডিওতে দেখা যায়, মানিকের গলায় একটি গামছা, যেটা ধরে রেখেছেন একজন বিজিবি সদস্য। তখন জানতে চাওয়া হয়, বাড়ি কোথায়? তিনি উত্তর দেন: বাড়ি মুন্সীগঞ্জ। নাম জিজ্ঞাসা করলে বলেন: “আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।”