কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু
কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জারিফ ইবরাজ আহসান (২১) নামে এক বাংলাদেশি তরুণ মারা গেছেন।
জারিফের স্বজনরা জানান, কানাডার স্থানীয় সময় গত ৪ জুন বিকেল ৪টার দিকে অন্টারিওর পিকারিং শহরের কাছে তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পরে তাকে সানিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থেকে ১০ জুন দুপুরে মৃত্যুর কাছে হেরে যান তিনি।
আরও পড়ুনঃ ট্রাম্পের প্রভাব ঠেকাতে কানাডার ‘নেশন বিল্ডিং’ রূপকল্পে চমক
জানা যায়, জারিফ ইবরাজ আফসান কানাডায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। তার বাবা বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার পাইলট সাঈদ মোহাম্মদ আহসান। মা তাইফা জুবায়ের কানাডায় আর্লি চাইল্ড এডুকেটর হিসেবে কর্মরত।
কানাডার স্থানীয় সময় ১১ জুন দুপুরে পিকারিং ইসলামিক সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
>