কানাডায় শুরু হলো যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন

এবার যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন শুরু করেছে কানাডা। কানাডার ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর এ পদক্ষেপ নিয়েছে অটোয়া। যুক্তরাষ্ট্রের পণ্যের বিকল্প কোনো পণ্য যদি কানাডার না থাকে, তাহলে ইউরোপের অন্য কোনো দেশ বা মেক্সিকোর খাবার রাখা হবে দেশটির বিভিন্ন পানশালায়।

টরন্টোর ম্যাডিসন অ্যাভিনিউ নামে পানশালার ব্যবস্থাপক লিয়া রুসেল বলছিলেন, মার্কিন পণ্য বর্জন নিয়ে চিন্তাভাবনার কিছু নেই। বিষয়টি এখন এমন, এটাকে পরিবর্তন করা বেশ কঠিন হবে।

আরও পড়ুনঃ ট্রাম্পকে কখনোই বিজয়ী হতে দেব না, কানাডার প্রধানমন্ত্রী

এমনকি মার্কিন শুল্ক না থাকলেও পণ্য বর্জন অব্যাহত থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্কারোপ এবং সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

কানাডার অর্থনীতিতে ট্রাম্পের পদক্ষেপে অপ্রত্যাশিত প্রভাব পড়তে পারে। তবে ট্রাম্প পুরো মাত্রায় বাণিজ্যযুদ্ধ শুরু করলে কানাডার পক্ষে সেটি এড়িয়ে যাওয়ার উপায় নেই।

মাসুদুজ্জামান রাসেল