কাশ্মীরে ইতিহাস গড়লো ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’
দীর্ঘ ৩৮ বছর পর বলিউডের ইতিহাসে দারুণ নজির গড়লেন ইমরান হাশমি। জান্নাত-২ খ্যাত এই অভিনেতার নতুন সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ দিয়ে নতুন এই ইতিহাস সৃষ্টি হলো।
গত শুক্রবার (১৮ এপ্রিল) ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। বিনোদন জগতে এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে।
কাশ্মীরের শ্রীনগর, যেখানে রাজনৈতিক ও পরিস্থিতিগত কারণে সারাবছরই সহিংসতার উত্তাপ থাকে, সেখানে মানুষের বিনোদনের জন্য আইনক্স চালু করে ইতিহাস গড়েছিল আঞ্চলিক প্রশাসন।
আরও পড়ুনঃ গাজাবাসীর প্রতি আবারও সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
এবার আরও একটি নতুন ইতিহাসের সাক্ষী হল উপত্যকার মানুষ। ভারতীয় এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল সেখানে। একঝাঁক বিএসএফ জওয়ানের উপস্থিতিতে দেখানো হয়েছে ‘গ্রাউন্ড জিরো’।
এদিন শ্রীনগরে প্রিমিয়ারে শো এ উপস্থিত ছিল সিনেমাটির টিম। সেখানে গিয়ে ইমরান বলেন ‘আমার কাছে এটা একটা বড় দিন। ৩৮ বছর পর শ্রীনগরে রেড কার্পেটে কোন হিন্দি ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
আইনক্সে প্রিমিয়ারে সিনেমার টিমের সঙ্গে হাজির হয়ে সিনেমাটি দেখেছেন সীমান্তরক্ষী বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তারা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, নির্মাতা তেজস দেওস্কর পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবার কোন সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নতুন অবতারে হাজির হয়েছেন অভিনেতা। আসছে ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
>