কুষ্টিয়া শহরে মেইন রাস্তায় বাড়ি নির্মাণের সরঞ্জাম রাখাতে পথচারী “মসজিদের মুয়াজ্জিন” সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক আহত
কুষ্টিয়া শহরে বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়িওয়ালাদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের চলাচলের সড়ক ব্যবহার করা হচ্ছে বাড়ি নির্মাণের কাজে। ইট, বালু ,রড ঢালাই মেশিন খোয়া ভাঙ্গা মেশিন সহ সকল ধরনের সরঞ্জামাদি সড়কের উপরে রেখেই চলছে বাড়ী নির্মাণের কাজ। সড়কের উপরে এ সমস্ত সরঞ্জামাদি রাখার কারণে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার কুষ্টিয়ার কুঠিপাড়া শশীভূশন প্রামাণিক সড়কে একটি নির্মাণাধীন বাড়ির সামনে ইট বালু ও রড রাখার কারণে সড়ক দুর্ঘটনার শিকার হন কুষ্টিয়া জিকে মসজিদের মুয়াজ্জিন মুহাম্মদ আব্দুর রহমান। বাইসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে একটি ইট বোঝাই টলির সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যান তিনি। ডান পায়ের পাতা ও আঙ্গুলের উপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় থেতলে যায় পায়ের আঙ্গুল গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় আব্দুর রহমান ও তার সাইকেলে থাকা নাতি ছেলে আবু বকর। আব্দুর রহমান বলেন আমার নাতি ছেলেকে হাত দিয়ে সরিয়ে দিয়েছি। তা না হলে সে গাড়ির নিচে পড়ে গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত । ঘটনাস্থলে সড়কের উপরেই দেখা গেল ইটের খোয়া বালু ও রড । সরেজমিনে ঘুরে দেখা গেল একই এলাকায় আরো কিছু নির্মাণাধীন বাড়ির সামনে ইট, বালি ,খোয়া, রড সড়কের উপরে রেখেই চলছে বাড়ির নির্মাণ কাজ। সড়কের উপরে অবৈধভাবে এ সমস্ত সরঞ্জামাদি রাখার ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চায় সাধারণ মানুষ। এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে চায় স্থায়ী সমাধান। সর্বোপরি এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার সুদৃষ্টি ও সহযোগিতা চায় সাধারণ জনগণ।
>