কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তারের প্রতিবাদে ‘গান-মিছিল
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তারের প্রতিবাদে ‘গান-মিছিল
সিলেটের নাট্যসংগঠন নগরনাট, নাগরিক সংগঠন দুষ্কাল প্রতিরোধে আমরা ও সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের আয়োজনে বুধবার বিকাল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গান-মিছিল শুরু হয়।
নগরনাটের কার্যনিবাহী সদস্য অরূপ বাউলের কণ্ঠে ‘দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়’ গান দিয়ে শুরু হয় গান-মিছিল। পরে ‘কারার ঐ লৌহ কপাট’ গান পরিবেশনের মধ্য দিয়ে নগরীর জিন্দাবাবাজার সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় গান-মিছিল
গান-মিছিলে গান পরিবেশন করেন নগরনাটের কার্যনিবাহী সদস্য উজ্জ্বল চক্রবর্তী, সদস্য আঁখি, স্বর্ণা, তন্বী, শাওন, রাজন, দেবর্ষি, রাজ, রাজ্যেশ্বরী, তিন্নিসহ সিলেটের সাংস্কৃতিক কর্মীরা। এই কর্মসূচিতে গানের মাঝে মাঝে বিভিন্ন প্রতিবাদী স্লোগানও দেন অংশগ্রহণকারীরা।
>