কোম্পানীগঞ্জে শামীমের হার, নতুন চেয়ারম্যান মজির উদ্দিন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন। তার কাছে হারতে হয়েছে এই উপজেলার বর্তমান চেয়ারম্যান, আলোচিত শামীম আহমদকে।
মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৮ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাত ১০টা পর্যন্ত রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। এর আগে মঙ্গলবার সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লক্ষ ১৯ হাজার ৯৪২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ৪০টি।
>