গাজায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা হামলায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সর্বশেষ ইসরায়েলি বোমাবর্ষণে আরও অন্তত ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে।
সোমবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
আরও পড়ুনঃ ‘ফ্যাসিবাদ চলবে না’, ট্রাম্পের খামখেয়ালিপনার বিরুদ্ধে স্লোগান বিক্ষোভকারীদের
এদিকে আল জাজিরা বলছে, গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকার পাঁচটি অঞ্চলের বাসিন্দাদের আগেই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপরই সেখানে চালানো হয় ব্যাপক বিমান ও কামান হামলা। এতে অসংখ্য মানুষ নিহত হন, যাদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন।
অপরদিকে, বার্তা সংস্থা আনাদোলু জানায়, গাজার পূর্বাঞ্চলের আল-নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলায় ৮ শিশু ও ২ প্রাপ্তবয়স্কসহ ১০ জন নিহত হন। একই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।
>