গান বাংলা টিভির চেয়ারম্যান তাপসকে কারাগারে পাঠানো হয়েছে
গণবাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
পুলিশ তাপসকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।
আদালত তাপসকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।
তিনি অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে উত্তরার ৪ নম্বর সেক্টরের আজমপুর নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা ও গুলি করে।
ওই দিন ইশতিয়াকের পেটে গুলি লাগে।
এ ঘটনার পর গত ২৯ অক্টোবর ইশতিয়াক বাদী হয়ে তাপসসহ ১২৬ জনকে আসামি করে মামলা করেন।
আজ সকালে ঢাকার ভাটারা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ