চুনারুঘাটে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ মে) রাত ১০ টার দিকে উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের আলোনিয়া- লাতুরগাঁও তেমুনিয়ায় রাস্তার পাশে এই ঘটনাটি ঘটেছে।
নিহত গিয়াস উদ্দিন ওরফে আব্দুল হাসিম (৫০) লাতুরগাও গ্রামের আব্দুল মতলিব সর্দারের পুত্র।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুল হাসিম নালমুখ বাজার হতে বাড়ি ফেরার পথে আলোনিয়া – লাতুরগাও তেমুনিয়ায় পৌছা মাত্রই উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করেছে।
চুনারুঘাট থানার পুলিশ এ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল হাসিমের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
>