চ্যাম্পিয়নস ট্রফিতে গ্যালারিতে বিনা মূল্যে ইফতার পাবেন দর্শকরা
রমজান মাসের সময়ও চলবে চ্যাম্পিয়নস ট্রফি। খেলা দেখতে স্টেডিয়ামে আসা ভক্ত-সমর্থকদের ইফতার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে বিনা মূল্যে ইফতারি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রমজানে দর্শকদের জন্য ইফতারি বিতরণের কথা পোস্ট করেছে। ইসিবি লিখেছে, ‘রমজানের সত্যিকারের চেতনা ধরে রাখতে ইসিবি ঘোষণা দিচ্ছে, দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য দেওয়া হবে বিশেষ ইফতারি বক্স। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে। পবিত্র রমজান মাসে প্রথম ম্যাচ এটাই। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় ইফতারের আগে দেওয়া হবে ইফতারি বক্স।’
আরও পড়ুনঃ এগিয়ে থেকেও জিততে পারল না বার্সা
অর্থাৎ, দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে রমজান মাস ১ মার্চ থেকে শুরু হবে। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যূনতম দুটি, সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। ভারত ফাইনালে উঠলে শিরোপা জয়ের লড়াইও হবে দুবাই স্টেডিয়ামে।
>