ছয় মাসে সিলেট সীমান্তে ৯ হত্যাকাণ্ড
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সীমান্তে গত ৬ মাসে ৮ বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে তিনজনকে বিএসএফ ও ছয়জনকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করে। সবচেয়ে বেশি হত্যা হয়েছে সিলেট সীমান্তে।
সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাছিমপুর সীমান্তে গত ৮ জানুয়ারি বিএসএফের গুলিতে প্রাণ হারান সাইদুল ইসলাম (২৩)।
সুপারি নিয়ে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে যাওয়ার পথে বিএসএফ সদস্যরা তাকে গুলি চালিয়ে হত্যা করে। ৬ জানুয়ারি রাতে হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে বিএসএফ ও ভারতীয় লোকজনের বিরুদ্ধে। পরদিন লাশ ফেরত দেয় বিএসএফ।
আরও পড়ুনঃ বারবার প্রতিশ্রুতির পরও বন্ধ হচ্ছে না সীমান্তে হত্যা
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তে ২২ ডিসেম্বর শ্রমিক গোপাল বাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বিজিবি। আগের দিন পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান তিনি।
২৬ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়। একদিন পর ২৭ ডিসেম্বর রাতে গোয়াইনঘাটের সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২২) খাসিয়াদের গুলিতে মারা যান।
গত ৫ নভেম্বর একই উপজেলার সীমান্তবর্তী টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় খাসিয়ার গুলিতে মারা যান জমির আহমদ (২৫)। গত ২৬ ডিসেম্বর একই উপজেলার ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনে ছেলে মারুফ আহমদ (২০) খাসিয়ার গুলিতে আহত হন। পরে তিনি মারা যান। ৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জসংলগ্ন ভারত সীমান্তের অভ্যন্তর থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে বিজিবি।
>