জিএম কাদের ও শেরিফা কাদেরের নামে হত্যা মামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনৈক রবিউল ইসলাম বাদী হয়ে কোর্টে মামলা দয়ের করার খবর নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
তিনি বলেছেন, এসব মামলা দেওয়া হচ্ছে ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। জাতীয় পার্টির চেয়ারম্যান সব সময় আন্দোলনের পক্ষে ছিলেন, সংসদে কথা বলেছেন, সভা সমাবেশে তাদের পক্ষে বলেছেন। আর তারই বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কোনো ভিত্তি নেই, এগুলো টিকবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানা এলাকায় সংঘটিত ২টি হত্যাকাণ্ডের জন্য পৃথক মামলা দায়েরের খবর পাওয়া গেছে।
>