টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তিনজনকে হত্যা করা হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে এক যুবকের হামলায় এক পরিবারের দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয়রা।

নিহতরা হলেন- আব্দুস সাত্তার (৫০), তার ভাইয়ের ছেলে মোহাম্মদ আসাদুল (২৮) এবং অভিযুক্ত হামলাকারী তালেব মিয়া (৩০)। তারা সবাই নাগরপুর উপজেলার ধুববাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, আবদুস সাত্তার ও তালেবের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। সংঘর্ষ চলাকালে তালেব আব্দুস সাত্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

সাত্তারের ভাতিজা তাকে বাঁচানোর চেষ্টা করলে তালেবও তার ওপর হামলা চালায়, এতে দুজন গুরুতর আহত হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তারা।

এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তালেবের মরদেহ ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো ঝামেলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।