‘ট্রুডো একজন পরাজিত মানুষ, একজন উগ্র বামপন্থী’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘উগ্র বামপন্থী’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রুডো ‘মার্কসবাদী নীতি’ দিয়ে কানাডাকে ধ্বংস করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি এবং প্রতিবেশী দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার দাবি তোলা নিয়ে ট্রাম্পের সঙ্গে ট্রুডোর ‘বাকযুদ্ধ’ থেমে নেই।

কানাডা দলের কাছে সম্প্রতি হকি খেলায় যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার পর ট্রুডো সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে কটাক্ষ করে লিখেছিলেন, আপনি আমাদের দেশকে নিতে পারবেন না। আপনি আমাদের খেলাও নিতে পারবেন না।

ট্রুডোর এমন মন্তব্যের পরদিনই ফক্স নিউজের ব্রায়ান কিলমেডকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ট্রুডোর মন্তব্যের জবাব দিতে বলা হয়। জবাবে ট্রাম্প বলেন, জাস্টিন একজন হেরে যাওয়া মানুষ এবং সবসময় তাই ছিলেন।

আরও পড়ুনঃ টরন্টোতে উল্টে পড়া প্লেন থেকে সবাইকে জীবিত উদ্ধার

তিনি বলেন, কানাডার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, জাস্টিনের সঙ্গে নয়। কারণ তিনি অনেক উগ্র বামপন্থী, তিনি মার্কসবাদী নীতি দিয়ে কানাডাকে হত্যা করছেন। কানাডা ভয়ঙ্কর কাজ করছে।

ট্রাম্প আরো বলেন, ট্রুডো যদি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি আসন্ন নির্বাচনে হেরে যাবেন। তবে মনে হচ্ছে সে আর দৌড়াবে না। এটি একটি স্মার্ট পদক্ষেপ, কারণ তার জয়ের কোনো সম্ভাবনা নেই।

এদিকে, কানাডায় ট্রুডোর প্রতি জনসমর্থন ২০১৫ সালে ৬০ শতাংশ থাকলেও ২০২৪ সালের ডিসেম্বরে ২২ শতাংশে নেমে আসে। গত মাসে ট্রুডো নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন। সেই সঙ্গে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ মাসের শুরুর দিকে কানাডার ওপর শুল্ক আরোপ ৩০ দিনের জন্য পিছিয়ে দিতে রাজি হন ট্রাম্প। আলোচনার জন্য আরও সময় দেন। তিনি বারবার যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্র দেশটি শাসন করলে কানাডা অর্থনৈতিকভাবে উপকৃত হবে। যদিও কানাডা এই ধারণা প্রত্যাখ্যান করে আসছে।

মাসুদুজ্জামান রাসেল