ড. ইউনূস জাতির উদ্দেশে আজ সকাল ১০টায় ভাষণ দেবেন
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি আজ সকাল ১০টায় প্রচারিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
বিজয় দিবসের বাণী
মহান বিজয় দিবস উপলক্ষে ড. ইউনূস এক বাণীতে বলেন:
‘দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।’
বিজয় দিবস উদ্যাপন
আজ পুরো দেশে বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন চলছে। শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান এবং আলোচনা সভা আয়োজনের পাশাপাশি বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।