পবিত্র আশুরা উপলক্ষে হয়েছে তাজিয়া মিছিল

চোখে শুরমা, মুখে মার্সিয়া (শোকের স্লোগান) গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন রাজধানীসহ আশপাশের শিয়া মুসলমানরা। এ সময় ঢাকাসহ এর আশপাশ থেকে অনেক ভক্তকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।

তাজিয়া মিছিলে যেসব তরুণ অংশ নিয়েছেন, তাদের প্রায় সবার হাতেই কালো কাপড় দিয়ে মোড়া বাঁশের লাঠি। লাঠির অগ্রভাবে তরবারিসহ নানা প্রতীক ও পতাকা। মিছিলে অংশ নেওয়া শত শত মানুষ ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা ডান হাত বুকে চাপিয়ে মাতম করছেন

মিছিলে অংশ নেওয়া নিজাম উদ্দীন বলেন, প্রতি বছর তাজিয়া মিছিলের মাধ্যমে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমাদের কারবালার শহিদানরা ইয়াজিদের কাছে মাথানত করেনি। আমাদের এই মিছিলকে আজ শিয়া সুন্নী দ্বন্দে দেখা হচ্ছে। আশুরা তো সব মুসলমানের শোকের দিন হওয়ার কথা। যারা আমাদের মিছিলের বিরোধী তারাই ইয়াজিদের শিষ্য।