পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮

পাকিস্তানের তিনটি শহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বুধবার (৭ মে) প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদেত তিনটি শহরের নয়টি মিসাইল ছোড়া হয়। এতে শিশুসহ অন্তত আটজন নিহতের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।

আরও পড়ুনঃ শেষ ইচ্ছায় মানবতার বার্তা, গাজার শিশুদের চিকিৎসা সেবায় নিজের গাড়ি দিলেন পোপ

ভারত নিজেদের আকাশ থেকে হামলা করে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমানই আকাশপথে উড়ছে। এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলাটি ভারতের আকাশসীমার ভেতর থেকে করা হয়েছে। তাদেরকে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়াও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।

রোজিনা