প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে খুন, চারজনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক নারীকে হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায় দায়ের করা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ একেএম কামাল উদ্দিন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া।
আরও পড়ুনঃ শিমুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি
২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের কাছ থেকে জ্যোৎস্না বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় মিজানুরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন মৃত নারীর ভাই রজব আলী। পরে পুলিশের তদন্তে জানা যায়, ওই যুবলীগ নেতাকে ফাঁসাতে ৫ লাখ টাকার বিনিময়ে প্রবাসী সুফির সঙ্গে চুক্তি করেছিলেন অপর তিন আসামি।
অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক।
>