প্রথম ডাবল সেঞ্চুরিতে ব্র্যাডম্যানের স্মৃতি ফেরালেন খাজা
রানের বন্যা না বলে ‘রেকর্ডের বন্যা’ বলাই ভালো! ৬ উইকেটে ৬৫৪ রানের পাহাড় গড়ে গল টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোনে পা-রাখা স্টিভেন স্মিথ আউট হয়েছেন ১৪১ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে রেকর্ড বইয়ের পাতা এলমেলো করে দেওয়া ওপেনার উসমান খাজা ফিরেছেন ২৩২ রানের মনোমুগ্ধকর এক ইনিংস উপহার দিয়ে।
তবে এখানেই শেষ নয়। টেস্ট অভিষেকে ৯৪ বলে ১০২ রানের বিস্ফোরক ইনিংসে সতীর্থ দুই গ্রেটের অর্জনে পূর্ণতা দিয়েছেন জশ ইংলিস। জবাবে ৪৪ রান তুলতেই ৩ উইকট হারিয়ে বৃস্পতিবার দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। ব্যতিক্রম কিছু না ঘটলে ৬১০ রানে পিছিয়ে থাকা স্বাগতিকরা ম্যাচ বাঁচাতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।
১৪৭ রান নিয়ে খেলতে নামা খাজা ডাবল সেঞ্চুরিতে পা রাখেন ২৯০ বলে। শেষ পর্যন্ত ২৩২ রান করে আউট হয়েছেন। ৩৫২ বলের ইনিংসটা তিনি সাজিয়েছেন ১৬ চার ও ১ ছক্কায়। টেস্ট অভিষেকের ১৪ বছর পর, কয়েক দফায় দলে আসা-যাওয়ার পালা শেষে, ৭৮ টেস্ট খেলার পর, ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন। অস্ট্রেলিয়ার প্রায় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এত বয়সে (৩৮ বছর ৪২ দিন) আর কোনো ওপেনার দুইশ’র দেখা পাননি।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি ও পিএসজি
এর আগে শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৬৬ ছিল আরেক বাঁহাতি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের, ২০০৪ সালে কলম্বোয়। অস্ট্রেলিয়ার হয়ে এর চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে আর কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত এই কিংবদন্তি ১৯৪৬ সালে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ৩৮ বছর ১০৮ দিন বয়সে, ১৯৪৮ সালে আরেকটি করেছিলেন ৩৯ বছর ১৪৯ দিন বয়সে।
সর্বোপরি অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে খাজার আগে ৩৬ বছর ৬০ দিন বয়সে ডাবল সেঞ্চরি করেছিলেন ডেভিড ওয়ার্নার, ২০২২ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্মিথ-খাজা ফেরার পর ঝড় তোলেন ইংলিস। টেস্ট অভিষেকেই ৯৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০২ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন ২৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার। ৯০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। টেস্ট অভিষেকে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে অভিষেকে ৮৫ বলে সেঞ্চুরি করে শীর্ষে ভারতের শিখর ধাওয়ান।
>