ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা করেছেন, তার দেশ আসন্ন জুন মাসেই ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।
মাখোঁ এক বিবৃতিতে বলেন, “আমরা স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছি এবং আগামী কয়েক মাসের মধ্যেই এ পদক্ষেপ নেয়া হবে।” তিনি জানান, এই স্বীকৃতি শুধু প্রতীকী নয়, বরং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক কৌশলের অংশ।
তিনি আশাবাদ প্রকাশ করেন, ফ্রান্সের এই উদ্যোগের ফলে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনসহ অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আগ্রহী হতে পারে।
আরও পড়ুনঃ চীনের এক নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০
তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই ঘোষণাকে “সন্ত্রাসের প্রতি পুরস্কার” আখ্যা দিয়ে বলেন, “একতরফা স্বীকৃতি হামাসের মতো সংগঠনকে উৎসাহিত করবে।”
বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৬টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানের মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলো এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
>