ফেনীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বসুন্ধরা শুভসংঘ।

 

ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার জয়লোস্কর ইউনিয়নের ৫০টি বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রতিটি প্যাকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং জল রয়েছে।

বসুন্ধরা শুভসংঘও ফেনী সদরের ছানিয়া ইউনিয়নের কাজী দীঘি সুলতানিয়া মাদ্রাসায় ১০০ কেজি চাল পাঠিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সভাপতি দ্বীন মোহাম্মদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ফয়জুল হক বাপ্পী বলেন, বসুন্ধরা শুভসংঘ এ মাসে ফেনীতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে।
“আমরা খুব শীঘ্রই কিছু পরিবারের ঘর মেরামত সহ পুনর্বাসন কার্যক্রম শুরু করব,” তিনি বলেছিলেন। অন্যদিকে, ময়মনসিংহের ফুলপুরে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত কৃষক সাইফুল ইসলামের পরিবারকে মঙ্গলবার খাদ্য সহায়তা দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ।

এছাড়া বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এদিন কুড়িগ্রামের উলিপুর আদর্শ কলেজ প্রাঙ্গণে নারকেল ও ফুলের চারা রোপণ করেন। এসময় উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিক ও উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম সাজু উপস্থিত ছিলেন।