ফের যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে মাঝ আকাশে ফের দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত দুজনের নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অ্যারিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের প্রাথমিক তথ্য অনুসারে, মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে মাঝ আকাশে সেসনা ১৭২এস এবং ল্যাংকেয়ার এমকে ২২ মডেলের দুইটি ছোট বিমানের সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার আছে : ট্রাম্প
দুজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে মারানা পুলিশ ডিপার্টমেন্ট। প্রতিটি বিমানে দুজন করে আরোহী ছিলেন। তবে বাকি আরোহীদের অবস্থা কেমন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের জন্য ওই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়। সেসময় বিমান ও হেলিকপ্টারে থাকা ৬৭জনই নিহত হয়েছে।
সূত্রঃ সিএনএন
>