বন্যায় ভয়াবহ রূপ আসামের, নিহত ৩৮

এনিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম।

ব্রহ্মপুত্রসহ আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় ভারতের আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৮টি জেলার প্রায় সাড়ে ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ব্রহ্মপুত্র ছাড়াও সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।
বন্যার পানিতে তলিয়ে গেছে ৪২ হাজার ৪৭৬.১৮ হেক্টর ফসলি জমি। এছাড়া, বন্যায় ৮ লাখ ৩২ হাজার ৯৯টি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।