বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করলেন একজন প্রবাসী।
সুনামগঞ্জে ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা।এলাকাগুলোতে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছেন একজন প্রবাসী।
তিনি প্রতিদিন দুপুরে খাবার দেওয়ার মাধ্যমে বন্যা দুর্গত অসহায় হত-দরিদ্র পরিবারকে সহযোগিতা করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর, আলী কমিনিটি সেন্টার আশ্রয়কেন্দ্রের বন্যা দুর্গত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
এলাকাবাসী জানান, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে নদীর পানি বাড়ার সাথে সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে হাজার-হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ও প্লাবিত হয়েছে শতশত মানুষ ঘরবাড়ি ছাড়া এবং প্রবল স্রোতে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানিবন্দি মানুষ খাদ্য সংকটে পড়েছেন। এই সময় প্রবাসী জিলু মিয়া আমাদের পাশে দাঁড়িয়েছেন
>