বাংলাদেশ ও ভারত রোববার নিজ নিজ দেশে আটক ১৮৫ জেলে বিনিময় করবে
বাংলাদেশ ও ভারত রোববার নিজ নিজ দেশে আটক ১৮৫ জেলে বিনিময় করবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি সংস্কার করা ডিসিএবি (ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ) লাউঞ্জ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “যদি সবকিছু (আনুষ্ঠানিকতা) সময়সূচী অনুযায়ী চলে, তাহলে রবিবার জেলেদের বিনিময় অনুষ্ঠিত হবে।”
পররাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল সূত্র জানিয়েছে যে ভারত বর্তমানে 90 জন বাংলাদেশী জেলেকে আটকে রেখেছে যারা বিভিন্ন অনুষ্ঠানে আটক ছিল এবং 95 জন ভারতীয় জেলে বাংলাদেশের কারাগারে বন্দী ছিল।
ভারতীয় সংবাদ আউটলেট দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, 10 ডিসেম্বর, ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় জলসীমায় “অবৈধভাবে” মাছ ধরার অভিযোগে 78 জন ক্রু সদস্যসহ দুটি বাংলাদেশী ট্রলারকে আটক করে।
এর আগে গত সেপ্টেম্বরে ভারতীয় জলসীমায় ট্রলার ডুবে ১২ বাংলাদেশি জেলেকে আটক করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিক জানিয়েছেন যে গত সেপ্টেম্বর ও অক্টোবরে ছয়টি ভারতীয় ট্রলার বাংলাদেশের জলে প্রবেশ করেছিল, যার ফলে 95 জন ভারতীয় নাবিককে আটক করা হয়েছিল এবং তাদের ট্রলারগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল।
লাউঞ্জ পরিদর্শন অনুষ্ঠানে, পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন বৈদেশিক বিষয়ের কভার করার সময় দায়িত্বশীল সাংবাদিকতায় মিডিয়ার ভূমিকা তুলে ধরেন।
পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন ও ডিক্যাবের বিদায়ী সভাপতি নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি একেএম মঈনুদ্দিনসহ ডিক্যাবের অন্যান্য সদস্যরা।
>