বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেন শুরু: আঞ্চলিক সহযোগিতায় নতুন দিগন্ত

শুক্রবার (১৫ নভেম্বর), বাংলাদেশ, ভারত এবং নেপাল আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেন শুরু করেছে, যা আঞ্চলিক সহযোগিতায় এক নতুন মাইলফলক চিহ্নিত করেছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়েছে।

ভারতের বিদ্যুৎ ও গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোঃ ফৌজুল কবির খান, এবং নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাডকা নেপাল থেকে বিদ্যুৎ প্রবাহের উদ্বোধন করেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করে নেপালের জ্বালানি মন্ত্রণালয়।

ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লেনদেনের মাধ্যমে ভারতীয় গ্রিড ব্যবহৃত হয়ে আঞ্চলিক বিদ্যুৎ সংযোগের একটি নতুন যুগ শুরু হলো। নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করার জন্য ভারতীয় সরকার ২০২৩ সালে পরিকল্পনা করেছিল।

২০২৪ সালের ৩ অক্টোবর, কাঠমান্ডুতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগমের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

এই উদ্যোগ বিদ্যুৎ খাতে উপ-আঞ্চলিক সহযোগিতা আরও বাড়াবে এবং অংশগ্রহণকারী দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।