বিয়ানীবাজারে ইউএনওর অভিযানে বন্ধ বাল্যবিবাহ, বাবাকে জরিমা
বিয়ানীবাজারে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।সোমবার (২০মে) দুপুর বিয়ে দেওয়ার কথা শুনে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এসময় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও কাজী শামীম বলেন, বিয়ানীবাজার পৌরসভা এলাকায় একটি রেস্টুরেন্টে বাল্যবিবাহ আয়োজন করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে কনের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়।বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা বিয়ানীবাজার প্রশাসন, সর্বদা তৎপর। জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবেও বলেও জানান তিনি
>