বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু!
ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দের মুহূর্ত পরিণত হলো শোকে। পরিনিতা জৈন (২৩) নামের এক তরুণী নাচতে নাচতে হঠাৎই মঞ্চে ঢলে পড়ে মারা যান। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে, যা পুরো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
বিদিশার একটি রিসোর্টে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পরিনিতা জৈন। বলিউডের জনপ্রিয় গান ‘লেহরা কে বলখা কে’-এর তালে নাচছিলেন তিনি। কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং মুহূর্তের মধ্যে মঞ্চেই পড়ে যান।
প্রায় ২০০ জন অতিথির সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি সবাইকে হতবাক করে দেয়। উপস্থিত ডাক্তাররাও সিপিআর (CPR) দেয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ প্রিয়মানুষকে নিয়ে মিষ্টি মুখ করার দিন আজ
সরকারি তথ্য অনুযায়ী, পরিনিতার ছোট ভাইও মাত্র ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। পরিবারে জিনগত হৃদরোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সোশ্যাল মিডিয়ায় এই হৃদয়বিদারক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখার পর নেটিজেনরা শোক প্রকাশ করছেন। আনন্দমুখর বিয়ের অনুষ্ঠান যে এক নিমেষে দুঃখে রূপ নেবে, তা কেউ ভাবতে পারেননি।
>