ভোক্তা হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যৌথ বাহিনী

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের ভোগান্তি দিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানান দিয়েছেন চুনারুঘাটে যৌথ বাহিনীর অভিযানিক দল।

রোববার (২ মার্চ) বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের মানসম্মত প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজার মনিটর করে যৌথ বাহিনী। শহরের কাঁচাবাজার ও বাল্লা রোডসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর শাহজীবাজার ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুবের উপস্থিতিতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

এ সময় দোকানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও সয়াবিন তেল বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে আমকান্দি স্টোরের মালিক মোহাম্মদ আলীকে ৫০ হাজার, সয়াবিন তেলের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে মনু মিয়াকে এক হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখায় লিটন পালকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ সিলেটে গভীর রাতে ভূমিকম্প অনুভূত

ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়েই এসব বাজারের অনেক দোকানদার পালিয়ে যান। অভিযানে সেনাবাহিনী ছাড়াও চুনারুঘাট থানার পুলিশ এবং কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানকালে যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজারের একাধিক গোডাউনে তল্লাশি চালায়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম জানান, রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

শাহজীবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হবে। জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবেন তারা।

মাসুদুজ্জামান রাসেল