মদ্রিচের জন্য আর কোনো উপমা বাকি নেই আনচেলত্তির

রিয়ালের সাদা জার্সি আর লুকা মদ্রিচ যেন ‘পারফেক্ট ম্যচ’। তা না হলে ৩৯ বছরেও এমন কিছু কয়জন করতে পারেন? এই বয়সে পুরো মাঠ দাপিয়ে বেড়ানো, তাও ইউরোপের শীর্ষ লিগে, শীর্ষ দলের হয়ে। জিরোনার বিপক্ষে মদ্রিচ তো খুঁজে নিয়েছেন জালও। যা রিয়ালের জার্সিতে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড। আর জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তাতে বয়সকে বুড়ো আঙুল দেখানো লুকা মদ্রিচকে দেওয়ার মতো আর উপমা খুঁজে পাচ্ছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

কিছুতেই জিরোনার জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। তখনই ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচ হাজির হয়েছেন নিজের জাদুর বাক্স নিয়ে। ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল ডি বক্সের বাইরে বুক দিয়ে কী দারুণভাবেই না নিয়ন্ত্রণে নিলেন। এরপরের দৃশ্যটার জন্য তো খোদ মাদ্রিদ ভক্তরাও তৈরি ছিলেন না। বক্সের বাঁ প্রান্তে কোণাকুণি জায়গা থেকে কী দারুণ এক শটে বল জালে জড়ান মদ্রিচ। এমন গোল রিয়াল সমর্থকদের চোখে বহু দিন লেগে থাকার কথা।

আরও পড়ুনঃ কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারত

এই বয়সে মদ্রিচ এমন পারফরম্যান্স করে যেন বিপাকেই ফেলে দিলেন আনচেলত্তিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করে নিলেন মদ্রিচকে দেওয়ার মতো কোনো উপমাই বাকি নেই আনচেলত্তির কাছে, “মদ্রিচের জন্য সব শব্দই আমি ব্যবহার করে ফেলেছি। আমি আর খুঁজে পাচ্ছি না তাকে উপমা দেওয়ার মতো কিছু। তবে এতুটুকু বলতে পারি সে সবসময়ই অসাধারণ।”

চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত মদ্রিচ ম্যাচ খেলেছেন ৩৯ টি। মিনিটের হিসেবে তা ১৭৮৯। করেছেন তিন গোলের সাথে ছয় অ্যাসিস্ট। এই বয়সেও মদ্রিচের এমন পারফরম্যান্স তরুণদের জন্য অনুপ্রেরণা বলেই মানছেন আনচেলত্তি, “মালদিনিও মদ্রিচের মতো এমন বয়সে দুর্দান্ত পারফর্ম করতো। তারা তরুণদের জন্য দারুণ উদাহরণ। এটা এমনি এমনি হয়নি। জেনেটিক্স হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি দরকার খেলার প্রতি প্রতিশ্রুতি ও মনোভাব। যা তাদের দু’জনের মধ্যে বিদ্যমান।”

জিরোনার বিপক্ষে শেষ পর্যন্ত রিয়াল ম্যাচটা জিতেছে ২-০ গোলে। অন্য গোলটা এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। এই জয়ে রিয়াল উঠে এসেছে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে। ২৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা।

মাসুদুজ্জামান রাসেল