মাত্র ২৯ ম্যাচ খেলেই যে কীর্তিতে মিয়ামির রাজা এখন মেসি

মেজর সকার লিগে টরন্টোর বিপক্ষে লিওনেল মেসির গোলে রক্ষা পেয়েছে ইন্টার মিয়ামি। সোমবার (৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা। এই ম্যাচে গোল করেই নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের পাতায়। মেজর সকার লিগে ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসিই এখন সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্ট করা খেলোয়াড়।

টরন্টোর বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের ৪২ মিনিটে গোল হজম করে বসে ইন্টার মিয়ামি। তবে তার মাত্র ৩ মিনিট পরই দুর্দান্ত হাফ-ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান মেসি।

এই গোলের মাধ্যমেই মিয়ামির ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা খেলোয়াড়ে পরিণত হন এলএম টেন। মেজর সকার লিগে মেসির গোল এবং অ্যাসিস্ট সংখ্যা এখন ৪৪টি।

আরও পড়ুনঃ ২৫ বছর পর বায়ার্ন ছাড়ছেন থমাস মুলার

ইন্টার মিয়ামির সাবেক তারকা গঞ্জালো হিগুয়েইনকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সাবেক এই তারকা ফরোয়ার্ড ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে ৬৭ ম্যাচ খেলে ৪৩ গোলে ভূমিকা রেখেছিলেন। আর লিওনেল মেসি তা ছাড়িয়ে গেছেন মাত্র ২৯ ম্যাচ খেলেই। এই সময়ে মেসি ২৪ গোল নিজে করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন বাকী ২০ গোল।

চলতি মৌসুমে ৮ ম্যাচে মেসির গোল এবং অ্যাসিস্ট সংখ্যা ৮টি। মিয়ামির আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল এখন ৮৫৬টি। ৩৭ বছর বয়সী এই তারকা ম্যাচ খেলেছেন ১০৯১টি। তার মোট অ্যাসিস্ট সংখ্যা ৩৮১টি। ক্যারিয়ারে সবমিলিয়ে তার মোট অবদান ১২৩৭ গোলে। এই সময়ে ৪৬টি শিরোপা জয়ের নজীর গড়েছেন লিওনেল মেসি।

মাসুদুজ্জামান রাসেল