মিশরীয় তারকা মারমোউসের হ্যাটট্রিকে সিটির বড় জয়
প্রিমিয়ার লিগে বহুদিন পর পুরনো রূপে দেখা মিলল ম্যানচেস্টার সিটির। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মিশরীয় তারকা মারমোউসের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে তিনটি গোল করেন মারমোউস, যা তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ইতিহাস গড়েন তিনি।
আরও পড়ুনঃ পাকিস্তানকে হারিয়ে ২০ বছর পর নিউজিল্যান্ডের শিরোপা জয়
প্রথম গোলটিতে মারমোউসকে অ্যাসিস্ট করেন সিটি গোলরক্ষক এডারসন। এর মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকারী গোলরক্ষকের কীর্তি গড়েন, যেখানে তার মোট ৬টি অ্যাসিস্ট রয়েছে, এর মধ্যে চলতি মৌসুমেই করেছেন ৩টি।
এরপর মারমোউসের দ্বিতীয় গোলের যোগান দেন ইলকায় গুন্দোয়ান, আর তৃতীয় গোলটি আসে সাভিনিওর চমৎকার পাস থেকে। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৮৪তম মিনিটে দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।
এই জয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি, তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭ (২৪ ম্যাচে)। এ হারে ৭ম স্থানে নেমে গেছে নিউক্যাসল, যাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।
>