যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন

মাদক সমস্যার অজুহাতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ ঘোষণার বিরোধিতা করে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতি শেয়ার করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস।

এতে বলা হয়েছে, যদি আমেরিকা যুদ্ধ চায়, সেটা শুল্ক হোক বা বাণিজ্য যুদ্ধ, কিংবা অন্য যেকোনো ধরণের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

শক্তিশালী কৃত্রিম আফিম-সদৃশ ব্যথানাশক ঔষধ ‘ফেন্টানাইল’কে যুক্তরাষ্ট্রে মাদক সঙ্কটের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। চীন বলেছে, এই সংকটের মূল কারণ তাদের নিজেদের দেশেই নিহিত এবং তাদের উচিত নিজেদের সমস্যার সমাধান করা।

আরও পড়ুনঃ আলোচনায় বসতে রাজি ইউক্রেন, শান্তি চায় রাশিয়াও

ফেন্টানাইল সমস্যা মোকাবেলায় মানবিক কারণে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে বলেও জানায় চীন। বেইজিংয়ের ভাষ্য, আমেরিকান জনগণের প্রতি মানবিকতা এবং সদিচ্ছার চেতনায় আমরা এই সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি।

দূতাবাসের শেয়ার করা ফেসবুক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ফেন্টানাইল সমস্যা সমাধান করতে চায়, তাহলে সঠিক কাজ হল চীনের সাথে পরামর্শ করে একে অপরের সাথে সমান আচরণ করা।

এতে বলা হয়, ভয় দেখানোতে আমরা ভয় পাই না। ধমক দেওয়া আমাদের ওপর কাজ করে না। চাপ, বল প্রয়োগ বা হুমকি দেওয়া চীনের সঙ্গে সঠিক উপায় নয়। যে কেউ চীনের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করলে ভুল কিছু বেছে নিচ্ছে এবং ভুল হিসাব করছে।

মাসুদুজ্জামান রাসেল