যে ১০টি নিয়ম টিকিয়ে রাখবে বন্ধুত্ব

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যেখানে পরিবারিক বা প্রাতিষ্ঠানিক কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। সম্পুর্ণ মুক্ত ও বাঁধাহীন একটি বিষয়।

বন্ধু বাছাই যেমন কষ্টসাধ্য, তেমনই বন্ধুত্ব টিকিয়ে রাখতেও বিভিন্ন বিষয় মেনে চলা উচিত। এতে আত্মিক শান্তির পাশাপাশি বন্ধুত্বের মাঝে পারস্পরিক সম্মানের জায়গাও বজায় থাকে।

এরকম কিছু বিষয় হলো:

১. বন্ধুত্বকে হালকাভাবে না নেয়া। তাদের গুরুত্ব দেয়া, যত্ন নেয়া।

২. খুব কাছের বন্ধু হলেও তার ব্যক্তিগত বিষয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম না করা।

৩. বন্ধুত্বে অহংকার না করা।

৪. বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা। প্রচেষ্টা কেবল প্রেমের সম্পর্কের জন্য নয়। বন্ধুত্বের জন্যও পরিশ্রমের প্রয়োজন হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেয়েছে স্টারলিংক

৫. পরিস্থিতি যাই হোক না কেন, সৎ থাকার চেষ্টা করা। তার অনুপস্থিতিতেও তার প্রতি সম্মান বজায় রাখা।

৬. বিশেষ করে প্রাপ্তবয়স্ক বন্ধুত্বের ক্ষেত্রে, কিছু বিষয়ে ছাড় দেয়া।

৭. সবচেয়ে ভালো দিক হলো বন্ধুত্বের জন্য সবাইকে একই রকম হতে হয় না। বিভিন্ন বিষয়ে ভিন্নতা থাকা আর সেগুলোকে গ্রহণ করেই তৈরি হয় বন্ধুত্ব।

৮. জীবনে যতই বাধা আসুক না কেন, বন্ধুর প্রয়োজনে তাদের পাশে থাকা।

৯. আপনার বন্ধু আপনার জীবন থেকে ভিন্ন জীবনযাপন করতে পারে এবং তা পুরোপুরি স্বাভাবিক।

১০. বন্ধুর সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করা।

মাসুদুজ্জামান রাসেল